রবিবার, ২৬ আগস্ট, ২০১২

খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের মিছিলে পুলিশের হামলা : আহত ৬


সিএইচটি নিউজ বাংলা, ২৬ আগস্ট ২০১২, রবিবার
খাগড়াছড়ি জেলার পানছড়ির উত্তর শান্তিপুরে ভূমি বেদখলে বাধা দেয়ায় সেটলার হামলায় একই পরিবারের ৩ পাহাড়ি আহত হওয়ার প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে তাক্ষণিক মিছিল বের করে। মিছিলটি শান্তিপূর্ণভাবে চেঙ্গী স্কোয়ার গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের বেধড়ক লাঠি চার্জে পাহাড়ি ছাত্র পরিষদের কমপক্ষে ৬ জন নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আপ্রুসি মার্মাও রয়েছেন।