রবিবার, ১২ আগস্ট, ২০১২

মিথ্যা অপহরণ মামলা দায়ের করায় বাদী ও সাক্ষী জেল হাজতে

সিএইচটি নিউজ বাংলা, ১২ আগস্ট ২০১২, রবিবার
চট্টগ্রাম : ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা সুপ্রীম চাকমা, সুনেন্দু চাকমা ও পিংকু চাকমার বিরুদ্ধে ভূয়া ও মিথ্যা অপহরণ মামলা দায়ের করায় পুলিশ গতকাল ১১ আগষ্ট শনিবার বিশাখা দেওয়ান ও তার স্বামী পূর্ণজয় দেওয়ানকে চট্টগ্রামের পাথরঘাটা থেকে গ্রেফতার করেআদালত আজ রবিবার ১২ আগষ্ট তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে

গত ৩ মে ২০১১ বিশাখা দেওয়ান ও তার স্বামী চট্টগ্রামের বন্দর থানায় তাদের মেয়ে শ্রেয়া দেওয়ান অপহৃত হয়েছে উল্লেখ করে উক্ত তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৪(৬)১১এ প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশের তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত পরিচালনা করেন এবং তার দেয়া রিপোর্টের ভিত্তিতে আদালত উক্ত অপহরণ মামলা ভুয়া ও মিথ্যা বলে ঘোষণা করেনএরপর সুপ্রীম চাকমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রাম এ নারী ও শিশু দমন আইনের ১৭ ধারা মোতাবেক পাল্টা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিশাখা দেওয়ান ও তার স্বামী পূর্ণজয় দেওয়ানসহ সাক্ষীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেনপরোয়ানা কার্যকর করতে কোতোয়ালী থানার পুলিশ গতকাল তাদেরকে গ্রেফতার করেপূর্ণজয় দেওয়ান চট্টগ্রামে সড়ক ও জনপথ বিভাগে চাকুরী করেন

উক্ত অপহরণ মামলা ছাড়াও বিশাখা দেওয়ান গত ২৭ অক্টোবর ২০১১ তার স্বামীকে অপহরণ করা হয়েছে এই মিথ্যা অভিযোগে ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সভাপতি প্রসিত খীসা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের প্রার্থী উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ৭ জন ইউপিডিএফ নেতাকে আসামী করে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে অপর একটি মামলা দায়ের করেছিলেন (মামলা নং সি,আর ২৪৫২/১১)উক্ত মামলাটিও আদালত মিথ্যা বলে রায় দেপুলিশের গোয়েন্দা শাখা উক্ত অভিযোগ তদন্ত করে