সিএইচটি নিউজ বাংলা, ১২ আগস্ট ২০১২, রবিবার
চট্টগ্রাম : ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা সুপ্রীম চাকমা, সুনেন্দু চাকমা ও পিংকু চাকমার বিরুদ্ধে ভূয়া ও মিথ্যা অপহরণ মামলা দায়ের করায় পুলিশ গতকাল ১১ আগষ্ট শনিবার বিশাখা দেওয়ান ও তার স্বামী পূর্ণজয় দেওয়ানকে চট্টগ্রামের পাথরঘাটা থেকে গ্রেফতার করে। আদালত আজ রবিবার ১২ আগষ্ট তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।
চট্টগ্রাম : ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা সুপ্রীম চাকমা, সুনেন্দু চাকমা ও পিংকু চাকমার বিরুদ্ধে ভূয়া ও মিথ্যা অপহরণ মামলা দায়ের করায় পুলিশ গতকাল ১১ আগষ্ট শনিবার বিশাখা দেওয়ান ও তার স্বামী পূর্ণজয় দেওয়ানকে চট্টগ্রামের পাথরঘাটা থেকে গ্রেফতার করে। আদালত আজ রবিবার ১২ আগষ্ট তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।
গত ৩ মে ২০১১ বিশাখা দেওয়ান ও তার স্বামী
চট্টগ্রামের বন্দর থানায় তাদের মেয়ে শ্রেয়া দেওয়ান অপহৃত হয়েছে উল্লেখ করে উক্ত তিন
জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৪(৬)১১। এ প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশের তদন্তকারী কর্মকর্তা
দীর্ঘ তদন্ত পরিচালনা করেন এবং তার দেয়া রিপোর্টের ভিত্তিতে আদালত উক্ত অপহরণ মামলা
ভুয়া ও মিথ্যা বলে ঘোষণা করেন। এরপর সুপ্রীম চাকমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রাম এ নারী ও শিশু দমন আইনের ১৭ ধারা মোতাবেক পাল্টা মামলা
দায়ের করলে বিজ্ঞ আদালত বিশাখা দেওয়ান ও তার স্বামী পূর্ণজয় দেওয়ানসহ সাক্ষীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। পরোয়ানা কার্যকর করতে
কোতোয়ালী থানার পুলিশ গতকাল তাদেরকে গ্রেফতার করে। পূর্ণজয় দেওয়ান চট্টগ্রামে
সড়ক ও জনপথ বিভাগে চাকুরী করেন।
উক্ত অপহরণ মামলা ছাড়াও বিশাখা দেওয়ান গত
২৭ অক্টোবর ২০১১ তার স্বামীকে অপহরণ করা হয়েছে এই মিথ্যা অভিযোগে ইউনাইটেড পিপল্স
ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সভাপতি প্রসিত খীসা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি
আসনের প্রার্থী উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ৭ জন ইউপিডিএফ নেতাকে আসামী করে চট্টগ্রাম চীফ
মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে অপর একটি মামলা দায়ের করেছিলেন (মামলা নং সি,আর ২৪৫২/১১)। উক্ত মামলাটিও আদালত মিথ্যা বলে রায় দেয়। পুলিশের গোয়েন্দা শাখা
উক্ত অভিযোগ তদন্ত করে।