সিএইচটি নিউজ বাংলা, ২৬ আগস্ট ২০১২, রবিবার
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১নং লক্ষ্মীছড়ি
ইউনিয়নের যতীন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা রমনি চাকমার ছেলে ধনক্কো চাকমাকে(৩০) বেদম
মারধর করেছে সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা সন্ত্রাসীরা। আজ সকালে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, আজ ২৬ আগস্ট রবিবার সকাল ৬টার সময় ধনক্কো চাকমা কাজে যাচ্ছিলেন। যাবার পথে যতীন্দ্র
কার্বারী পাড়া দোকানের পার্শ্ববর্তী স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল বোরকা
সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাকে সমুর পাড়া এলাকায় নিয়ে গিয়ে বেদম মারধর করার
পর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়িতে
নিয়ে আসেন। মারধর করেও ক্ষান্ত না হয়ে সন্ত্রাসীরা
তার নাকে, মুখে পানি ঢেলে দিয়ে নির্যাতন চালিয়েছে বলে ধনক্কো চাকমা জানিয়েছেন। নাম প্রকাশে
অনিচ্ছুক যতীন্দ্র কার্বারী পাড়ার এক গ্রামবাসী জানান, ধনক্কো চাকমাকে যে সময় বোরকা
সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যাচ্ছিল সে সময় লক্ষ্মীছড়ি জোনের একদল সেনা যতীন্ত্র কার্বারী
পাড়ার দোকানে অবস্থান করছিলো।