রবিবার, ২৬ আগস্ট, ২০১২

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ১২তম কাউন্সিল সম্পন্ন : ১৯ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠিত


সিএইচটি নিউজ বাংলা, ২৬ আগস্ট ২০১২, রবিবার
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দু'দিন ব্যাপী খাগড়াছড়ি জেলা শাখার ১২তম কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছেখাগড়াছড়ি সদরের নারানখিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে ২৫-২৬ আগস্ট দু'দিন ব্যাপী এ কাউন্সিল অনুষ্ঠিত হয়কাউন্সিলে ১৯ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে

২৫ আগস্ট কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমার সভাপতিত্বে বক্ত্যব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য মি. সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দনী চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা

সমাবেশ শেষে সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয় র‌্যালীটি চেঙ্গী স্কোয়ার গেলে পুলিশ বাধা দেয়ফলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র‌্যালীটি আবার সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়

এরপর বিকালে কাউন্সিলের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমার সভাপতিত্বে এতে জেলা শাখার সহ সভাপতি চন্দ্রদেব চাকমা ও সহ সাধারণ সম্পাদক হরি কমল ত্রিপুরা বক্তব্য রাখেন

২৬ আগস্ট কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি চন্দ্রদেব চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা ও সাংস্কৃতিক সম্পাদক অংকন চাকমাএ সময় পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন

কাউন্সিল অধিবেশন শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়কমিটিতে উমেশ চাকমাকে সভাপতি, বিপুল চাকমাকে সাধারণ সম্পাদক ও রজেন্টু চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়খাগড়াছড়ি জেলা শাখার বিদায়ী সভাপতি আপ্রুসি মারমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান

এরপর নতুন কমিটির সভাপতি উমেশ চাকমার সভাপতিত্বে কাউন্সিলের সমাপনী অধিবেশ অনুষ্ঠিত হয়এতে বক্তব্য রাখেন ইউপিডিএফ'র কেন্দ্রীয় সদস্য মি. সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিমন চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার বিদায়ী সভাপতি আপ্রসি মারমা