শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

মহালছড়িতে সেটলার কর্তৃক এক পাহাড়ি ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ

সিএইচটি নিউজ বাংলা, ১৭ আগস্ট ২০১২, শুক্রবার
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম মানিকছড়ি ভিতর পাড়ার বাসিন্দা বাত্যা চাকমা(২৫) পিতা চিকন ধন চাকমার বাড়ি সেটলার কর্তৃক আগুন লাগিয়ে দিয়ে পুড়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছেএ সময় বাত্যা চাকমা বাড়িতে ছিলেন নাআজ ১৭ আগস্ট শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটেজায়গা বেদখলের উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে

জানা যায়, বাত্যা চাকমা তার পিতার কাছ থেকে আলাদা হয়ে ৪-৫ বছর আগে তাদের দখলীয় জায়গায় বাড়িটি নির্মাণ করেছিলেনতার এ জায়গাটি বেদখল করতে দীর্ঘদিন ধরে সেটলাররা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছেআজ শুক্রবার বাত্যা চাকমার বাড়িতে কেউ না থাকার সুযোগে জয়সেন পাড়ার বাসিন্দা আশরাফ তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়আগুনে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাত্যা চাকমার পিতা চিকন ধন চাকমা আশরাফকে চিনতে পেরছেন বলে জানিয়েছেন

উল্লেখ্য, বিগত জরুরী অবস্থার সময় থেকে সেনা সহায়তায় সেটলাররা মাইসছড়ি এলাকায় পাহাড়িদের ভোগদখলীয় জায়গা বেদখল করতে শুরু করেবর্তমানে আবারো সেটলাররা পাহাড়িদের ভোগ-দখলীয় জায়গা বেদখল করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেতারা নতুন করে জঙ্গল কেটে গাছের চারা রোপন করছে