শুক্রবার, ৬ মে, ২০১১

কাজী নূর-উজ্জামানের মৃত্যুতে ইউপিডিএফ-এর শোক

সিএইচটি নিউজ বাংলা, ৬ মে, ২০১১


মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টর কমান্ডার কর্ণেল কাজী নূর-উজ্জামান-এর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা আজ শুক্রবার ৬ মে সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় তাকে এ দেশের একজন সত্যিকার দেশপ্রেমিক, মহান মুক্তিযোদ্ধা এবং নিপীড়িত জনগণের বন্ধু হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।


শোক বার্তায় সদ্য প্রয়াত কাজী নূর-উজ্জামানকে স্মরণ করে প্রসিত খীসা বলেন, তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পাশে ছিলেন।


উল্লেখ্য, কাজী নুর-উজ্জামান পাহাড়ি জনগণের লড়াইয়ে সংহতি জানাতে '৯৯ সালের ২০ মে পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি সফরে গিয়েছিলেন। '৯৭ সালের ৬ নভেম্বর ঢাকায় টিএসসি সেমিনার কক্ষে আহূত সভায় তিনি 'পার্বত্য চুক্তি' সম্পর্কেও সংশয় প্রকাশ করেছিলেন। তার বক্তব্যে তিনি চুক্তিতে পাহাড়ি জনগণের অধিকার অর্জিত হবে না বলেও মন্তব্য করেছিলেন।