বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

কাউখালীর ঘাগড়ায় সন্তু গ্রুপ কর্তৃক অটো রিক্সা আটকিয়ে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ

সিএইচটি নিউজ বাংলা, ৯ মে ২০১৩, বৃহস্পতিবার
কাউখালী(রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় জেএসএস (সন্তু গ্রুপ) কর্তৃক ৮টি সিএনজি চালিত অটো রিক্সা আটকিয়ে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, গতকাল ৮ মে বুধবার বিকালের দিকে ঘাগড়া বাজার থেকে সুভাষ চাকমার নেতৃত্বে জেএসএস(সন্তু গ্রুপ)-এর একদল সদস্য ৯টি অটো রিক্সা আটক করে নিয়ে যায়। এ সময় চালকরা কি কারণে তাদের অটো রিক্সা আটক করা হচ্ছে জানতে চাইলে তারা জানায়, অবৈধ গাড়ি আটক করতে সেনাবাহিনী তাদের সহযোগিতা চেয়েছে। তাই তারা অবৈধ গাড়িগুলো আটক করছে। পরে একটি গাড়ি ফেরত দেয়া হলেও বাকী ৮টি গাড়ি এখনো ফেরত দেয়া হয়নি। অনেক অনুরোধ করার পরেও গাড়িগুলো ফেরত পেয়ে চালকরা নিজ নিজ বাসায় ফিরে যায়।


অটোরিক্সা চালকদের মধ্যে কয়েকজন সিএইচটি নিউজ বাংলার প্রতিনিধিকে জানান, জেএসএস-এর লোকজন তাদেরকে খবর দিয়েছে গাড়িগুলো ফেরত পেতে হলে প্রত্যেকটি গাড়ির জন্য দেড় লাখ টাকা করে দিতে হবে। অন্যথায় ফেরত দেয়া হবে না।

আজ বৃহস্পতিবারের মধ্যে দেখা করার জন্য জেএসএস-এর লোকেরা তাদেরকে খবর পাঠিয়েছে বলে চালকরা জানিয়েছেন।

যাদের অটোরিক্সা আটকানো হয়েছে তারা হলেন তিবিরাছড়ির সুনির্মল চাকমা, কন্যা চাকমা, সমগুলো চাকমা ও দুলুমনি চাকমা, চেলাছড়ার ধনবি চাকমা ও নয়ন চাকমা, যৌথ বাগানের অংসাজাই মারমা এবং রাউজানের মো: রাজু। দীর্ঘদিন ধরে তারা এ এলাকায় অটো রিক্সা চালিয়ে আসছিলেন।

--------------