সিএইচটি নিউজ বাংলা, ৭ মে ২০১৩, মঙ্গলবার
খাগড়াছড়িতে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজকের শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
খাগড়াছড়ি:
আজ ৭ মে মঙ্গলবার খাগড়াছড়িতে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। দুপুর আনুমানিক সাড়ে ১২টার
দিকে বৃষ্টিপাত শুরু হয়। প্রায় আধা ঘন্টা স্থায়ী এ বৃষ্টিতে প্রচুর শিলা সহ ঝড়ো বাতাসে
বেশকিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে এবং ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খাগড়াছড়িতে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজকের শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।