সিএইচটি নিউজ বাংলা, ৬ অক্টোবর ২০১২, শনিবার
রাঙামাটি জেলার নান্যাচর কলেজে বৃহত্তর পার্বত্য
চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে
রিপন আলো চাকমাকে সভাপতি,
রিনাল চাকমাকে সাধারণ সম্পাদক ও রমেল মারমাকে
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
“ভূমি ও জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রাম সহ শিক্ষা
সংক্রান্ত ৫(পাচ) দফা দাবী আদায়ের লক্ষ্যে ছাত্র সমাজ সোচ্চার
হোন” এই শ্লোগানকে সামনে রেখে আজ ৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় নান্যাচর কলেজ হলরুমে বৃহত্তর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর কলেজ শাখার ৪র্থ কাউন্সিল ও সম্মেলন
অনুষ্ঠিত হয়। অনিল চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের
কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের
কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান,
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার
সভাপতি বিলাস চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়লাল
খীসা। স্বাগত বক্তব্য রাখেন রিপন আলো চাকমা এবং উপস্থাপনা করেন সুকেন
চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর একের পর এক সাম্প্রদায়িক
হামলা চালানো হচ্ছে। গত ২২-২৩ সেপ্টেম্বর রাঙামাটি শহরে পাহাড়িদের উপর হামলা চালানো
হয়েছে। হামলার দুই সপ্তাহ অতিবাহিত হলেও প্রশাসন এখনো হামলাকারীদের
গ্রেফতার করছে না। অপরদিকে ২৯-৩০ সেপ্টেম্বর কঙ্বাজারের রামু, টেকনাফ,
উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের
উপর হামলা, বৌদ্ধ বিহার ও বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে
দাঁড়ানোর জন্য ছাত্র সমাজ ও সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান।
বক্তারা রাঙামাটি, রামু সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের অবিলম্বে
গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
