সিএইচটি নিউজ বাংলা, ২৩ আগস্ট ২০১২, বৃহস্পতিবার
বান্দরবানের বালাঘাটায় ইউপিডএফ অফিস ও কর্মীদের উপর সন্তু গ্রুপের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ২৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার সময় সন্তু গ্রুপের সন্ত্রাসীরা কুলুখ্যং পাড়া থেকে বালাঘাটায় এসে এ হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকজন ইউপিডিএফ কর্মীকে মারধর করে। সন্ত্রাসীরা ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকেও মারতে উদ্যত হয়। প্রশাসনকে অবগত করা হলেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছেন। তবে, বালাঘাটা এলাকাবাসীর প্রতিরোধের মুখে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।