বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

খাগড়াছড়িতে ইউপিডিএফ অফিস পুড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা


সিএইচটি নিউজ বাংলা, ২৩ আগস্ট ২০১২, বৃহস্পতিবার
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরে অবস্থিত ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরাগতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ২:৩০টার সময় ৪-৫ জন সন্ত্রাসী অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ ও স্বনির্ভর বাজারের নাইট গার্ডরা আগুন নেভাতে সক্ষম হওয়ায় অফিসটি সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। তবে আগুনে অফিসের ফ্লোর ম্যাটের কিছু অংশ, প্লাস্টিকের চেয়ার ১টি ও পাপোস পুড়ে যায়এছাড়া টি টেবিলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়

এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তা জানা যায় নি। তবে, ইউপিডিএফ-র বিরুদ্ধে সেনা-সন্তু গ্রুপের মিলিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অনেকে ধারণা করছেন


ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপ চাকমা আজ ২৩ আগষ্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে জেলা সদরের স্বনির্ভরে অবস্থিত তাদের পার্টি অফিস পুড়িয়ে দেয়ার চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ইউপিডিএফ নেতা আগুন নেভাতে সাহায্য করার জন্য পুলিশ ও নাইট গার্ডদের ধন্যবাদ জানানঘটনার জন্য সন্তু গ্রুপকে দায়ি করে তিনি বলেন, 'সরকারের দালাল সন্তু লারমা চক্র ইউপিডিএফকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ার পর বর্তমানে দল রক্ষার মরিয়া প্রচেষ্টা হিসেবে সন্ত্রাসী ভাড়া করে ইউপিডিএফের নেতা কর্মী সমর্থক ও সম্পত্তির ওপর নতুন করে আঘাত হানতে শুরু করেছেকিন্তু তার এই অসৎ উদ্দেশ্য কোন দিন সফল হবে নাপার্বত্য চট্টগ্রামের জনগণ তার সন্ত্রাসী ও ধ্বংসাত্মক রাজনীতির সমুচিত জবাব দেবে'