সোমবার, ২৯ মার্চ, ২০১০

আন্দোলনের কর্মসূচী গ্রহণের জন্য জেএসএস-এর প্রতি আহ্বান

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা জনসংহতি সমিতির সন্তু গ্রুপের ৯ম জাতীয় সম্মেলনে চুক্তি বাস্তবায়নের লক্ষে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্দোলনের কর্মসূচী গ্রহণ ও ২০০৬ সালে অনুষ্ঠিত ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুমোদনের জন্য সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

চুক্তির পূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে ইউপিডিএফ-এর সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে বিবৃতিতে তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে অনীহ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জেএসএস আন্দোলনের কর্মসূচী গ্রহণ করলে ইউপিডিএফ তাতে পূর্ণ সমর্থন দেবে

সচিব চাকমা বলেন, ইউপিডিএফ আশা করে জনসংহতি সমিতির সন্তু গ্রুপ পার্বত্য চট্টগ্রামের জনগণের ঐক্য ও শান্তির আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে এবং ২০০৬ সালে অনুষ্ঠিত ইউপিডিএফ ও জেএসএস-এর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্মেলনে উত্থাপন ও অনুমোদন করবে।

উক্ত বৈঠক সম্পর্কে জেএসএস-এর সন্তু গ্রুপের সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুই পার্টির মধ্যে ২০০৬ সালের ৫ জানুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৬ মে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়৷ উক্ত বৈঠকে ঐক্য ও সমঝোতা বিষয়ে দুই পার্টি কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে৷ কিন্তু তৃতীয় বৈঠকের পর জেএসএস ইউপিডিএফ-এর ওপর পুনরায় সন্ত্রাসী হামলা চালিয়ে উক্ত সমঝোতার সিদ্ধান্ত লঙ্ঘন করে৷ ইউপিডিএফ বার বার জেএসএস-কে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানালেও জেএসএস রহস্যজনক কারণে তাতে কোন সাড়া দেয়নি।